fbpx
অসমহেডলাইন

করোনা আক্রান্ত সুস্মিতা দেব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  করোনায় আক্রান্ত সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী এবং শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বুধবার শিলচর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে। উপসর্গ না থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।

যদিও শিলচরের প্রাক্তন সাংসদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে বেশ কিছুটা বিভ্রাট দেখা দিয়েছিল। এদিন সকালে শিলচর মেডিক্যাল কলেজের মলিকিউলার বায়োলজি বিভাগের পক্ষ থেকে প্রথমে সুস্মিতাকে জানানো হয়, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ।  কিন্তু খানিকবাদে ফোন করে জানানো হয়, আগের পরীক্ষার ফল নিশ্চিত নয়। ফের নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিকালেই জেলাশাসক কীর্তি জল্লি প্রাক্তন সাংসদকে ফোন করে জানান, তাঁর নমুনা পরীক্ষার ফল পজিটিভ। করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে এমন বিভ্রাটে বেজায় ক্ষুব্ধ কংগ্রেসের প্রাক্তন সাংসদ।

আরও পড়ুন: নতুন সংক্রমণের ধাক্কা একদিনে দেশে আক্রান্ত ২৫ হাজারের বেশি

Related Articles

Back to top button
Close