সুশান্তকাণ্ডে সিবিআই তদন্তের আবেদন মেনে নিচ্ছে কেন্দ্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আবেদন মেনেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি মেনে নিচ্ছে কেন্দ্র।
সর্বোচ্চ আদালতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার শুনানি হয়। আদালত মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে এই মামলার তদন্তের রিপোর্ট জানতে চেয়েছে। এই শুনানি চলাকালীনই সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সিবিআই তদন্তের সুপারিশ মেনে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
গত মঙ্গলবারই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন যে,“সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই বিহার সরকার সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছে”।
এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, সুশান্ত সিং রাজপুতকাণ্ডের কিনারায় মুম্বই পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত এগোচ্ছে। তদন্তভার সিবিআই-য়ের হাতে দেওয়ার প্রয়োজন নেই।
সুশান্ত মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলে সরব হয়েছিলেন গেরুয়া শিবির। মনোজ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়, স্বামী সুব্রহ্মন্যম-সহ একাধিক গেরুয়া শিবিরের নেতামন্ত্রীরা সিবিআই তদন্তের দাবি তুলেছেন।