fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

প্রয়াত জনদরদী ‘১ টাকার চিকিৎসক’ সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকজ্ঞাপন মোদী ও মমতার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত সুশোভন বন্দ্যোপাধ্যায়। ‘১ টাকার চিকিৎসক’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন মানবদরদী চিকিৎসক। বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা ছিলেন সুশোভনবাবু। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন। তিনি যে শুধু ৫৭ বছর ধরে মাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন, এমনটাই নয়। এর পাশাপাশি তাঁর জনপ্রিয়তা, বীরভূমবাসীর মনে আজীবন জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তিরও চিকিৎসা করে এসেছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কোট কমিটির সদস্য ছিলেন তিনি। পাশাপাশি দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কোট কমিটির সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে দেশের যে ১০২ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

টুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পদ্ম সম্মানের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক সুশোভন বাবুর সঙ্গে নিজের একটি ছবিও টুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

শোকস্তব্ধ প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় মানবিকতার এক উদাহরণ সৃষ্টি করেছিলেন। বহু মানুষকে সুস্থ করে তুলেছেন তিনি। এক নরম এবং বড় মনের মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। পদ্ম সম্মানের অনুষ্ঠানে তাঁর সঙ্গে আলাপচারিতার কথা মনে পড়ে যাচ্ছে। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের আমার সমবেদনা জানাই।”

 

সুশোভনবাবুর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “পরোপকারী চিকিৎসক ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কথা জানতে পেরে আমি মর্মাহত। তিনি তাঁর জনহিতকর কাজের জন্যই বীরভূমের ১ টাকার ডাক্তার হিসাবে বিখ্যাত হয়েছিলেন। আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

Related Articles

Back to top button
Close