আন্তর্জাতিকহেডলাইন
ইসলামে অনৈতিক, শেভিং ও ধুমপান নিয়ে বিতর্কিত রায়, সৌদিতে বরখাস্ত দুই বিচারক

রিয়াধ, সংবাদ সংস্থা: দাড়ি কামানো ও ধূমপানের বিষয়ে বিতর্কিত রায় দেয়ায় দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বর্তমানে তাদের বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বহিষ্কৃত এই দুই বিচারকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মূলত ওই দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা তাদের রায়ে ইসলাম ধর্মের নিয়মনীতিকে উদ্ধৃতি করেছেন। তারা বলেছেন, দাড়ি কামানো (শেভ করা) ও ধূমপান (সিসা) ধর্মে নিষিদ্ধ। রায়ের ক্ষেত্রে তারা ধর্মকেই সামনে এনেছেন। যেখানে, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই। তাই, তাদের দেয়া ওই দুই মামলার রায় ফের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সৌদির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।