পশ্চিমবঙ্গহেডলাইন
মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: এবার জগদ্ধাত্রী পুজো মন্ডপও শুভেন্দুময়। শুক্রবার রাতে মেদিনীপুর শহরের হবিবপুরে, রবীন্দ্র নগরে ও মেদিনীপুর শহর লাগোয়া কুইকোটা এলাকায় জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
ওই তিনটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পুর প্রধান প্রণব বসু, রমা প্রসাদ গিরি,স্নেহাশীষ ভৌমিক সহ আরো অনেকে।ওই তিনটি পুজোর উদ্বোধন করে মেদিনীপুরবাসীকে তিনি জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।