শুভেন্দুর পদত্যাগ! এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, প্রতিক্রিয়া মুকুল রায়ের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকলকে চমকে দিয়ে পশ্চিমবঙ্গের পরিবহণ ও সেচ দফতরের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। এদিকে তাঁর এহেন কাজের পর শুভেন্দুর বিজেপিতে জল্পনার যোগ আরও উস্কে গেল। এদিকে শুভেন্দুকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়ে রেখেছেন দিলীপ ঘোষ, বিজয়বর্গীয়রা। এবার এই বিষয়ে মুখ খুললেন মুকুল রায়।
এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, ‘শুভেন্দু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে তা শুনেছি। শুভেন্দুর এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। গত দশকে আমার দেখা গণ আন্দোলনের ফসল শুভেন্দু। শুভেন্দু যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিজেপিতে যোগ দেয় তাহলে বিজেপিও লাভবান হবে, শুভেন্দুরও ভালো হবে।’
মুকুল রায় আরও বলেন, ‘বিজেপি কোনও বিড়ম্বনায় পড়বে না। শুভেন্দু এলে ভালো হবে। সে দলে এলে ভালো কাজ করতে পারবে। আমি যেদিন দল ছেড়েছিলাম, সেদিনও বলেছিলাম শেষের শুরু হল। এদিনও সেটাই বলব। নিশ্চিত ভাবে ২০২১ সালের নির্বাচনে বাংলার মানুষ এই সরকারকে সরিয়ে দেবে।’