fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শুভেন্দু-সৌগত সহ দলে আসছেন ৫ TMC সাংসদ বিজেপিতে আসবেন’, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জল্পনার মাঝে ফের নয়া মাত্রা যোগ করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।বিজেপিতে আসছেন শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দু অধিকারী-ই নন, শিবির বদলে তৈরি আরও ৫ তৃণমূল সাংসদও। তাঁদের বিজেপিতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের।এ নিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ”আমি মরে যাব, তবু বিজেপিতে কখনও যাব না।”

ছটপুজো উপলক্ষে এদিন নিজে নৌকায় চেপে ছটে অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ। ছটপুজো উপলক্ষে এদিন সকাল থেকেই ভিড় উপছে পড়ে ভাটপাড়া, জগদ্দল, শ্যামনগর সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব গঙ্গার ঘাটেই। সেখানেই শুভেন্দু-সৌগতকে নিয়ে বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং। তাঁর আরও দাবি, “শুভেন্দুর মত নেতা দল ছাড়লে তৃণমূলে আর কিছু থাকবে না। সরকার পড়ে যাবে।” এরপরই সৌগত রায় প্রসঙ্গে অর্জুন সিং দাবি করেন, “সৌগত রাগ শুধু ক্যামেরার সামনেই তৃণমূল করে চিত্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যামেরা সরিয়ে দিলে সেই দলে আছেন সৌগত রায়ও।”

আরও পড়ুন: রাঢ়বঙ্গের গোমাই গ্রামের চট্টোপাধ্যায় বংশের জগদ্ধাত্রী আরাধনা ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে

অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় প্রথমে তাঁর ‘দিবাস্বপ্ন’ বলে উড়িয়ে দিলেও পরে তাঁর তীব্র প্রতিক্রিয়া, ”আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব। তবু বিজেপিতে কিছুতেই যাব না। কারণ, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেই আমি মনে করি। তার বিরুদ্ধে লড়াই সবসময় জারি থাকবে। উনি যা বলছেন, তা বিজেপির মিথ্যা প্রচার, গুজব উসকে দেওয়ার নীতি।”

 

 

 

Related Articles

Back to top button
Close