পশ্চিমবঙ্গভিডিও গানহেডলাইন
মহুয়া মৈত্রর বিরুদ্ধে বর্ধমানের বাউল স্বপন দত্তর প্রতিবাদ গানে গানে

জেলা প্রতিনিধি, বর্ধমান:সাংবাদিকদের বিরুদ্ধে অপমান সূচক মন্তব্যের প্রতিবাদে তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে সরব বিভিন্ন মহলের মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকটি সাংবাদমাধ্যমের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে বয়কট করা হয়েছে। রাজনৈতিক মহলেও নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও সরব সাধারণ মানুষ। এবার মহুয়া মৈত্রর বিরুদ্ধে বর্ধমানের বাউল স্বপন দত্ত প্রতিবাদ গান বাঁধলেন।
আরও পড়ুন: মহুয়া মৈত্রকে আইনি নোটিশ
স্বপনবাবু বলেন, ‘ যারা মানুষের পাশে দাঁড়ায়, সাধারণের হয়ে প্রতিবাদ করে তাদের অপমানিত হতে হবে কেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এইভাবে অপমান করা, কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমি আমার গানের মধ্য দিয়ে এই ঘটনার প্রতিবাদ করছি’।