সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জের দুই শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

আম্মান: সিরিয়ায় কর্মরত রাষ্ট্রপুঞ্জের দুই শতাধিক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছেন। সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জের আবাসিক প্রতিনিধি এবং হিউম্যানিটারিয়ান কোর্ডিনেটর ইমরান রেজা রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলির প্রধানদের চিঠি দিয়ে জানিয়েছেন, “রাষ্ট্রপুঞ্জের কর্মীদের মধ্যে দুই শতাধিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, গত দুই মাস ধরে সিরিয়ায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ার মাঝে রাষ্ট্রপুঞ্জের এত কর্মীর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর আসলো। সিরিয়ায় করোনার দ্রুত বিস্তার নিয়ে ইতিমধ্যে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে।
তারা বলছে, “নিয়ন্ত্রণে আনতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।” কেননা, পরিসংখ্যান বলছে, ইতিমধ্যে যুদ্ধ ও সংঘাত কবলিত সিরিয়ায় ৩ হাজার ১৭১ জনের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৪ জন মারা গেছেন।