
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফুটবলের মতো ক্রিকেটেও সবুজ মেরুন দাপট অব্যাহত। ইডেন গার্ডেন্সে ফুটবলের পর ক্রিকেটেও সবুজ–মেরুন ঝড়। ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচে ইস্টবেঙ্গলকে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ রানে হারাল মোহনবাগান।
শনিবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মোহনবাগান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মোহনবাগান তুলেছিল ১২১। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার দলের হয়ে সর্বোচ্চ রান করেন । ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত। দলের সেরা ব্যাটসম্যান মনোজ তিওয়ারির অনুপস্থিতি অনুভব করতে দেননি অধিনায়ক। ৪৪ বলে ৪১ রান বিবেক সিং–এর। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট ছিনিয়ে নেন ইস্টবেঙ্গলের কণিষ্ক শেঠ। বি অমিত ১৪ রানে একটি ও অর্ণব নন্দী ২৩ রানে একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রানেই আটকে যায় ইস্টবেঙ্গল। ব্যর্থ সায়নশেখর মণ্ডলের লড়াই। ৫৫ বলে ৫২ রান তিনি। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। আকাশদীপ ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট প্রিন্স যাদব ও সায়ন ঘোষের।টি-টোয়েন্টি
শনিবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মোহনবাগান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মোহনবাগান তুলেছিল ১২১। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত। দলের সেরা ব্যাটসম্যান মনোজ তিওয়ারির অনুপস্থিতি অনুভব করতে দেননি অধিনায়ক। ৪৪ বলে ৪১ রান বিবেক সিং–এর। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট ছিনিয়ে নেন ইস্টবেঙ্গলের কণিষ্ক শেঠ। বি অমিত ১৪ রানে একটি ও অর্ণব নন্দী ২৩ রানে একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রানেই আটকে যায় ইস্টবেঙ্গল।