fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

চিনা ড্রাগনের মোকাবেলায় অ্যাটাক সাবমেরিন বানাচ্ছে তাইওয়ান 

তাইপেই, সংবাদ সংস্থা:  চিনের আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষা করতে প্রথমবারের মতো ঘরোয়া সাবমেরিন তৈরি করছে তাইওয়ান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু করা হয়েছে। জানা যাচ্ছে, তাইওয়ানের নতুন এ কর্মসূচির আওতায় আটটি নতুন ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন তৈরি করা হবে। জানা যাচ্ছে, ২০২৪ সাল নাগাদ প্রথম সাবমেরিন তৈরির কাজ শেষ হবে। এপ্রসঙ্গে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, ‘সাবমেরিন তৈরি করে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে সার্বভৌমত্ব রক্ষায় কোনও আপোস করবে না তাইওয়ান।’

উল্লেখ্য, চিনের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চিন সমূদ্রের একটি দ্বীপ। এক সময় এটি ওলন্দাজ কলোনি ছিল। তবে ১৬৮৩ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত চিনের রাজারাই শাসন করেছে তাইওয়ান। এরপর জাপানিরা দখল করেছে এই দ্বীপ। এরপর ১৯২৭ সালে চিন-তাইওয়ান মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এই সময়ে চিনজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ চলে যায় চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন চিনা সরকারের হাতে। কিন্তু চিনে মাও জেদংয়ের নেতৃত্বে কমিউনিষ্ট বাহিনীর সঙ্গে যুদ্ধে হারতে থাকে চিয়াং কাইশেকের সরকার। চিনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারায় তারা। এরপর চিয়াং কাইশেক আর তার কুওমিনটাং সরকারের লোকজন তখন পালিয়ে যায় তাইওয়ানে। সেখানে তারা ‘রিপাবলিক অব চায়না’ নামে একটি সরকার গঠন করে। নিজেদেরকে সমগ্র চিনের প্রতিনিধিত্বশীল সরকার বলেও দাবি করে তারা। শুধু তাই নয়, তাইওয়ানভিত্তিক সরকার দাবি করেছে, কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে চিন। যেখানে, বেজিং ভিত্তিক চিন সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে।

Related Articles

Back to top button
Close