করোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান তামিলনাড়ুর কৃষিমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জীবনাবসান তামিলনাড়ুর কৃষিমন্ত্রী আর দোরাইকান্নুর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার রাত ১১.১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। গত মাসের ১৩ তারিখ করোনায় আক্রান্ত হন কৃষিমন্ত্রী আর দোরাইকান্নু। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষিমন্ত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়। গত ২ দিন ধরে তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। সেখানে তিনি শনিবার রাত সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাবেরী হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দন সেলভারাজ তাঁর মৃত্যুর খবর জানান।
আরও পড়ুন:করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ…ফের লকডাউন ইংল্যান্ডে, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ
শনিবার সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী হাসপাতালে দলীয় সহকর্মীকে দেখতে যান। কৃষিমন্ত্রী আর দোরাইকান্নু তামিলনাড়ুর তাঞ্জোর জেলার পাপানাসম বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক হন তিনি। মন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। এআইডিএমকে-র তরফে শোকজ্ঞাপন করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।