fbpx
বাংলাদেশহেডলাইন

তরুণ গগৈ ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: বাংলাদেশের বিদেশমন্ত্রী

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্রতিবেশি বাংলাদেশ। মঙ্গলবার প্রতিবেশি দেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এক শোকবার্তায় বর্ষীয়ান এই রাজনীতিককে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তরুণ গগৈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্যে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।’

গুয়াহাটিস্থ বাংলাদেশের সহকারি হাইকমিশনার ড. শাহ মুহাম্মদ তানভীর মনসুর শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার গুয়াহাটিস্থ বাংলাদেশ সহকারি হাইকমিশনের মাধ্যমে এই শোক বার্তা পাঠিয়েছেন বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। গুয়াহাটির বাংলাদেশ সহকারি হাইকমিশনার ড. শাহ মুহাম্মদ তানভীর মনসুরও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে সামাজিক মাধ্যমে বুধবার লিখেছেন, ‘বিদায় বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। ওপারে ভালো থাকুন।’

ভারত-বাংলাদেশের স্থলসীমান্ত চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে সহযোগিতাকারী তরুণ গগৈ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত যোগযোগ রাখতেন। এনআরসি ইস্যুতে তিনি বাংলাদেশের বিব্রত হওয়ার বিষয়টি অনুধাবন করেছিলেন। গতবছর তিনি বিষটি নিয়ে বলেছিলেন, এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ভারত-বাংলাদেশ সম্পর্কে চিড় ধরবে।বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষনেতাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেছেন তরুণ গগৈ। তিনি বলেছিলেন, ‘উলফার বিরুদ্ধে শেখ হাসিনার পদক্ষেপের কারণে আজ অসমে শান্তি বিরাজ করছে।’

Related Articles

Back to top button
Close