গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গবিনোদন
সংকটে তরুণ মজুমদার, চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শারীরিক অবস্থা স্থিতিশীলতার জায়গায় নেই তরুণ মজুমদারের। এখনও সংকটে বর্ষীয়ান এই চলচ্চিত্র পরিচালক। এসএসকেম-এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সরানো হয়েছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ এবং চেস্ট মেডিসিনের সোমনাথ কুন্ডু। বর্তমানে তরুণ মজুমদারের বয়স ৯২ বছর।
বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত, হাই ডায়াবেটিসও রয়েছে তাঁর৷ নতুন করে শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে তরুণ মজুমদারের৷ আজ বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট আসার কথা।