রাশিয়া থেকে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত টাটা স্টিলের!

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রায় দু’মাস হতে চলল রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। এখনও পর্যন্ত কোনও স্থিতবস্থা লক্ষ্য করা যায়নি। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল টাটা স্টিল। রাশিয়ার উপরে আর নির্ভর থাকতে চায় না তারা। এমতবস্থায় রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের পথে টাটা স্টিল। রাশিয়া থেকে কয়লার আমদানি করে টাটা স্টিল। যা স্টিল তৈরির কাজে লাগে। টাটা স্টিল সংস্থার মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘রাশিয়ায় আর কোনও ব্যবসা সংক্রান্ত কাজ বা কর্মী রাখা হবে না। আমরা সচেতনভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। ভারত, গ্রেট ব্রিটেন, নেদারল্যান্ডের বিভিন্ন জায়গায় স্টিল তৈরি করে টাটা স্টিল। এবার থেকে রাশিয়ার পরিবর্তে বিকল্প পথে কাঁচামাল আমদানি করবে তারা।
টাটা স্টিল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে টাটা স্টিলের সদর দফতরে রাশিয়া থেকে যে কয়লা আসে, তার পরিমাণ সীমিত। তা দিয়েই টাটা স্টিলের বিভিন্ন জায়গা কাজও হয়।