fbpx
অসমহেডলাইন

কোভিড কেয়ার সেন্টারে মৃত ঘাড়মুড়ার শিক্ষক নিবারন চন্দ্র দাসের বাড়িতে শিক্ষক সংস্থা

যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: কোভিড কেয়ার সেন্টারে মৃত দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া এম ভি স্কুলের শিক্ষক নিবারন চন্দ্র দাসের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিল এম ভি স্কুল শিক্ষক সংস্থা। মঙ্গলবার এম ভি স্কুল শিক্ষক সংস্থার পক্ষে কাটলিছড়া ব্লক সভাপতি প্রবীর দাস, সম্পাদক অঞ্জন দাস চৌধুরী, জেলা কোর্ডিনেটর বিশু কর, রাজ্যিক সদস্য সৌমেন ভট্রাচার্য, শ্যামল দাস, শামসুদ্দিন লস্কর,, হারান নাথ প্রমুখ প্রয়াত শিক্ষক নিবারন চন্দ্র দাসের ঘাড়মুড়ার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান।

এদিন শিক্ষক সংস্থার প্রতিনিধিদেরকে কাছে পেয়ে কান্নায় ভেংগে পড়েন প্রয়াত শিক্ষকের স্ত্রী শিখাদাস। তিনি কেঁদে কেঁদে বলেন, তার স্বামী সম্পুর্ন সুস্ত ছিলেন। তিনি কোভিড রোগী ছিলেন না। তাকে পলিটেকনিক ইন্সটিটিউশন কোবিড কেয়ার সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায় স্বাস্ত্যবিভাগের দল। সেখান থেকে তিনি প্রায় বলতেন। বড় অসহায় অবস্তায় আছি। খাবার মান ভাল না।এভাবে নয়দিন থাকার পর নেগেটিভ রেজাল্ট আসে। গত বিশ ২০ আগস্ট ফোনে বলেছিলেন। পরদিন বাড়ি আসব।কিন্তু ওইদিন রাতে কী এমন ঘটে গেল।স্বামী চিরতরে বিদায় নিলেন। স্বামী নিবারন দাসের সঙ্গে থাকা ব‍্যাঙ্ক এটিএম, নগদ টাকা, হাতের ঘড়ি গায়েব হয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

পরিবারের অভিযোগ, স্বামী যখন মারা যান তখন নেগেটিভ ছিলেন। তাহলে মারা যাবার পর সৎকাজের আগে প্রশাসন কেন তাকে তার স্বামীর মুখ দেখতে দেয়নি বলে প্রশ্ন তুলেন শিখা দাস। শিক্ষক সংস্থার কর্মকর্তারা বিষয়টি বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে সুবিচার চাইবেন বলে তাঁকে আশ্বাস দেন।

Related Articles

Back to top button
Close