fbpx
পশ্চিমবঙ্গশিক্ষা-কর্মজীবনহেডলাইন

দুই মেদিনীপুরে ‘শিক্ষারত্ন’ পেলেন দশ জন

ভাস্করব্রত পতি, তমলুক : পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে এবছর মোট ‘শিক্ষারত্ন’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ১০ জন শিক্ষক, শিক্ষিকা ও অধ্যাপক। শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং কর্মস্থলের যথাযোগ্য মানোন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর এই পুরস্কার দেয়।

পূর্ব মেদিনীপুরের জেলা শিক্ষা অধিকর্তা আমিনুল আহসান জানান, পূর্ব মেদিনীপুরের মোট পাঁচজনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আর পশ্চিম মেদিনীপুরেরও ৫ জনকে দেওয়া হচ্ছে।

কাঁথির খলিসাভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন মান্না এবং হলদিয়ার জয়নগর হাইস্কুলের সহশিক্ষক কানাই মোহান্ত এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া ধর্মদাসবাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. চিত্তরঞ্জন মাইতি, পরানচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ এবং মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতিকে দেওয়া হচ্ছে শিক্ষারত্ন পুরস্কার।

অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ভসরাঘাটের নছিপুর আদিবাসী হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন পয়ড়্যা পাচ্ছেন এই পুরস্কার। এছাড়া খড়গপুরের কুচিলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস এবং হরিবাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার শাসমলকে দেওয়া হচ্ছে শিক্ষারত্ন সম্মান।

 

এবছর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ড. কৌশিক শংকর বোস এবং ড. দেবদুলাল ব্যানার্জিকে সম্মানিত করা হবে ‘শিক্ষারত্ন’ সম্মানে। আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই পুরস্কার বিতরণ করা হবে।

Related Articles

Back to top button
Close