fbpx
দেশ

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিস্তা শেতলাবাদ, পাসপোর্ট জমা রাখতে হবে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতলাবাদ। শুক্রবার এই জামিন পান তিনি। তিস্তা শেতলবাদর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ভুয়ো সাক্ষ্য উপস্থাপন করেছেন। এর পর তাকে গ্রেফতার করা হয়। তিস্তা শেতলবাদের গ্রেফতারিতে  দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। দীর্ঘ দু মাস তিনি জেলে থাকার পর অবশেষে তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে তিনি এখনও তদন্তের আওতাভুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। অন্তর্বর্তীকালীন জামিনে তিস্তা শেতলবাদকে আদালতের কাছে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিস্তা শেতলবাদকে পুরোপুরি জামিন দেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত গুজরাট হাইকোর্ট নেবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, তিস্তা শেতলবাদ দুমাস যাবত জেলে রয়েছেন অথচ তাঁর বিরুদ্ধে এখনো কোনও চার্জশিট তৈরি করা যায়নি। আপাতত তিস্তা শেতলবাদ যে অন্তর্বর্তীকালীন জামিনের সঙ্গে অনেকটাই স্বস্তি পেলেন তা অনস্বীকার্য।

Related Articles

Back to top button
Close