
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ২৮ তারিখ ভোট বিহারে। নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। শেখপুরায় মহাজোটের আরজেডির প্রার্থীর হয়ে ভোট চাইতে যান তেজস্বী যাদব ।
আর সেখানে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তেজস্বী বলেন, আমাদের সরকার গঠিত হলে প্রথম ক্যাবিনেটেই ১০ লক্ষ জীবিকা দেওয়া হবে। এর সঙ্গে তিনি বিভিন্ন পরীক্ষায় নেওয়া ফিস কমানর কথা বলেন এবং পরীক্ষায় যাতায়াত বিনামূল্যে করে দেবেন বলে জানান।
লালুপুত্র আরও বলেন, সরকারি চাকরি পেলেই ভালো বৌ পাওয়া যাবে। আর চাকরির পর স্বাস্থ্য এবং শিক্ষা উন্নত হবে। তেজস্বী যাদব RJD প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জেতানর আবেদন করেন।
তেজস্বী যাদব বিজেপি আর নীতীশ কুমারের দলকে নিশানা করে বলেন, আমার কাছে একটি হেলিকপ্টার আছে যেটি দিয়ে আমি লাগাতার প্রচার করে চলেছি। আর ওদের কাছে অনেকগুলো হেলিকপ্টার আছে। আমি বিহারী, আমি একাই সবার উপরে ভারি।