fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

জলবিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ৯ শ্রমিকেরই মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯ জনের দেহ উদ্ধার হল। যে ৯ জন শ্রমিক ভিতরে আটকে ছিলেন তাদের সকলকেই মৃত অবস্থায় উদ্ধার করা হল। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

/p>

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০.৩০ নাগাদ জলবিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনার ঘটে। আটকে পড়েন ৯ জন শ্রমিক।

তবে কালো ঘন ধোঁয়া এখনও নির্গত হচ্ছে ওই পাওয়ার ইউনিট থেকে৷ যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ সেইসময় ৯ জন নিখোঁজ ছিল৷ বেলা বাড়তেই একে এম তাদের দেহ মেলে৷ কীভাবে আগুন লাগল ওই পাওয়ার ইউনিটে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷

উল্লেখ্য মাটির তলায় অবস্থিত এই প্ল্যান্টের কমপক্ষে ৬ টি পাওয়ার জেনারেটর রয়েছে। এদের মধ্যে একটি জেনারেটরে আগুন লাগে।

এদিকে এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷

Related Articles

Back to top button
Close