জলবিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ৯ শ্রমিকেরই মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯ জনের দেহ উদ্ধার হল। যে ৯ জন শ্রমিক ভিতরে আটকে ছিলেন তাদের সকলকেই মৃত অবস্থায় উদ্ধার করা হল। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Fire at the Srisailam hydroelectric plant is deeply unfortunate. My thoughts are with the bereaved families. I hope those injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) August 21, 2020
/p>
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০.৩০ নাগাদ জলবিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনার ঘটে। আটকে পড়েন ৯ জন শ্রমিক।
তবে কালো ঘন ধোঁয়া এখনও নির্গত হচ্ছে ওই পাওয়ার ইউনিট থেকে৷ যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ সেইসময় ৯ জন নিখোঁজ ছিল৷ বেলা বাড়তেই একে এম তাদের দেহ মেলে৷ কীভাবে আগুন লাগল ওই পাওয়ার ইউনিটে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷
উল্লেখ্য মাটির তলায় অবস্থিত এই প্ল্যান্টের কমপক্ষে ৬ টি পাওয়ার জেনারেটর রয়েছে। এদের মধ্যে একটি জেনারেটরে আগুন লাগে।
এদিকে এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷