তেলেনিপাড়া কাণ্ড…প্রশাসনিক রদবদল, ভদ্রেশ্বরের আইসি নন্দন পানিগ্রাহীর জায়গায় এলেন কৌশিক ব্যানার্জি
তাপস মণ্ডল, হুগলি: তেলেনিপাড়ায় গোষ্ঠী সংঘর্ষ থামাতে ব্যর্থ হওয়ার ঘটনার পর বদলি করা হল ভদ্রেশ্বর থানার আইসি তথা নাম নন্দন পানিগ্রাহীকে। নন্দন পানিগ্রাহীর জায়গায় এলেন কৌশিক ব্যানার্জি। তিনি আগে পূর্ব মেদিনীপুরের সাইবার সেলের অফিসার পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার থেকে ভদ্রেশ্বর থানার তেলেনিপাড়ায় গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ টানা দুই দিন চলতে থাকে। কিছুতেই সেই সংঘর্ষ থামেনি। এই ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগের আঙুল ওঠে চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের দিকে। একই সঙ্গে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জিও পুলিশ কমিশনারের অপসারণের দাবি তোলেন।
কিন্তু, হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি এই দাবি তোলার পরই রাতের দিকে ভদ্রেশ্বর থানার আইসিকে বদলি করা হয় বলে খবর। যদিও ওই বদলিতে কোনও কারণ উল্লেখ করা নেই বলে পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, নন্দন পানিগ্রাহী ছিলেন চন্দননগর কোর্ট ইনেসপেক্টর। ভদ্রেশ্বর থানার অতিরিক্ত দায়িত্বে ছিলেন তিনি।