মন্দিরের পুরোহিতকে ব্যাট দিয়ে মারধর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মন্দিরের পুরোহিতকে ব্যাট দিয়ে বেধড়ক মারধর করছে এক যুবক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে এই ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক মন্দিরের পুরোহিতকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে বেধড়ক মারধর করছে একজন। জানা গিয়েছে যে, ওই পুরোহিতের নাম কৈলাস শর্মা। ঘটনা হরিয়ানার ফতেহবাদ জেলার বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের এক পুরোহিত কৈলাস শর্মা বিগত দুই বছর ধরে তাঁর কাকাতো ভাই রামজির সাথে হরিয়ানার ফতেহপুর জেলায় বাস করছেন। সেখানকার ঢাবি কলা গ্রামে একটি মন্দিরে তিনি পুরোহিত হিসেবে কাজ করেন।
A 26 years old Pujari was kidnapped n brutally beaten up by the casteist goons in a village of Haryana. D condition of pujari deteriorated while his family was taking him back 2 his native place in MP. More than 48 hours have been passed away yet police haven’t arrested d accused pic.twitter.com/C6au0ZDnmS
— Shubham Sharma (@ShubhamSharm11) November 4, 2020
[আরও পড়ুন- রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর ১৪ দিন জেল হেফাজত]
সোমবার গ্রামের কয়েকজন যুবক পুরোহিত কৈলাস শর্মার উপর আক্রমণ করে। আক্রমণকারীরা ওই পুরোহিতকে ব্যাট দিয়ে মারধর করে। ওই পুরোহিতের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছিয়ে তাঁকে উদ্ধার করে। পুরোহিতের বাবা কৈলাস শর্মাকে চিকিৎসার জন্য মধ্যপ্রদেশের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পুরোহিতের অবস্থা শোচনীয় হওয়ার কারণে তাকে মথুরার হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।