বেলঘরিয়ায় দুষ্কৃতীর তাণ্ডবের ঘটনায় উত্তেজনা, জখম ৪ তৃণমূল কর্মী

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার অন্তর্গত নিমতলা মাঠ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়াল । অভিযোগ, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরাই সক্রিয় তৃণমূল কর্মী মদন মিত্র ঘনিষ্ঠ সুরজিত ঘোষের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া তৃণমূল কর্মীদের উপর বন্দুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ । সুরজিত ঘোষের অভিযোগ, ওই দুষ্কৃতীদের মারে জখম হয়েছে অন্তত ৪ জন তৃণমূল কর্মী, তারা গুলিও চালিয়েছে বেশ কয়েক রাউন্ড । প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাতে মদন মিত্র ঘনিষ্ঠ সুরজিত ঘোষের জন্মদিনের অনুষ্ঠান ছিল নিমতলা মাঠের অদূরে । সেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রি মদন মিত্র।
মদন মিত্র চলে যাবার পরই গণ্ডগোলের সুত্রপাত। সুরজিত ঘোষের জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় ৪ জন তৃণমূল কর্মী । ওই তৃণমূল কর্মীদের ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ । সুরজিত ঘোষের অভিযোগ, “মৌসম নামে এক দুষ্কৃতী ও তার দলবল এই ঘটনা ঘটিয়েছে । ওরা গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় । ওই দুষ্কৃতীরা চায় এলাকা অশান্ত করে এলাকার ক্ষমতা দখলে রাখতে । তাই এসব করছে । ওরা সোমবার রাতে অন্তত ৩০ জন ছিল, যারা ঘিরে ধরে আমার জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল দলের সহ কর্মীরা, তাদের মারধর করেছে ।”
এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে । নিমতলা মাঠ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । ঘটনা সম্পর্কে কামারহাটি পুরসভার পৌরপ্রশাসক গোপাল সাহা বলেন, “শুনেছি একটা ঘটনা ঘটেছে । যাদের মধ্যে ঘটনা ঘটেছে তারা তো আগে একসঙ্গেই থাকত জানতাম । কেন বন্ধুত্বে বিচ্ছেদ হল খবর নিয়ে দেখতে হবে । তবে শান্ত এলাকায় গুলি চলার ঘটনা মেনে নেওয়া যায় না ।” এদিকে এই ঘটনা সম্পর্কে বিজেপি নেতা রাজু মুখোপাধ্যায় বলেন, “কামারহাটি কি দুষ্কৃতীদের সাপ্লাই লাইন হয়ে গেছে । এর আগে বোমা বিস্ফোরণ হল, এখন গুলি চলছে । পুলিশ সম্পূর্ণ নীরব দর্শক হয়ে গেছে ।” এই ঘটনায় যাতে বেলঘরিয়া নিমতলা মাঠ এলাকায় নতুন করে অশান্তি না ছড়ায় সেই জন্য ওই এলাকায় চলছে পুলিশি টহল।