fbpx
হেডলাইন

উত্তেজনা চরমে, চিনে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ

বেজিং, (সংবাদ সংস্থা): চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে বেজিং। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার হিউস্টন শহরে অবস্থিত চিনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেজিং। ফলে, বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের চলমান টানাপোড়েনে নতুন উত্তেজনা তৈরি করেছে।
চিনা বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘বেজিং চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেটের লাইসেন্স বাতিল করে দিয়েছে।’ একইসঙ্গে বিবৃতিতে এই পদক্ষেপকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের আইনসম্মত ও যথোপযুক্ত জবাব’ বলে মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চিন-মার্কিন সম্পর্ক এখন এমন এক স্থানে এসে দাঁড়িয়েছে যা বেজিংয়ের কাম্য ছিল না এবং এর পুরো দায়ভার আমেরিকার।’
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের চিনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। তখনই বেজিং ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছিল। এরপরে, চিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘দ্যা চায়না ডেইলি’ প্রতিক্রিয়ায় জানায়, ‘নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার সকল ব্যর্থতার দায়ভার চিনের কাঁধে চাপানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।’
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চিরবৈরী দুই বিশ্বশক্তি চিন-মার্কিন সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে। চিন এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ এবং তথ্য গোপন করে বিশ্বজুড়ে ভাইরাসটির বিস্তারের জন্য দায়ি বলে অভিযোগ করে আসছে মার্কিন প্রশাসন। এ নিয়ে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা প্রায়ই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। এরই মাঝে দুই দেশের কনস্যুলেট বন্ধ নিয়ে চিন-মার্কিন সম্পর্ক  খাদের কিনাড়ে নিয়ে গেছে।

Related Articles

Back to top button
Close