কাঁথির গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াল
নিজস্ব প্রতিনিধি, কাঁথি (পূর্ব মেদিনীপুর): গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল কাঁথির এক গৃহবধূ। পরিবারের লোকেরা উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত আগমনি মাইতি (৪২)। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা রামচন্দ্রপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে গৃহবধু মানসিক অবসাদে ভুগছিল। সেই অবসাত থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার সকালে বাড়িতে শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে গৃহবধূ।এরপর পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কাঁথি থানা পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পাঠিয়েছে।
আরও পড়ুন: তেলিনিপাড়া, মালদার ঘটনা নিয়ে হুঁশিয়ারি ভিএইচপির
যদিও মৃতার বাপের বাড়ি পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কাঁথি থানার আইসি সুনয়ন বাসু বলেন মৃতদেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করা হয়েছে।