fbpx
কলকাতাহেডলাইন

অনুষ্ঠিত হল দশম বর্ষ শিরোমণি অনন্য সম্মান ২০২০

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অর্চনা বর্ধনের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল দশম বঙ্গ শিরোমণি ২০২০। ৩০ সেপ্টেম্বর বুধবার এক সুন্দর মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ জার্নালিস্ট কলকাতা প্রেস ক্লাব।

আরও পড়ুন:রাষ্ট্রীয় আবেগের জয় হল: ভিএইচপি

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যেমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাজসেবী স্বপন সমাদ্দার, সভাপতি অনিল কুমার দাস ও সম্পাদক অনুপ কুমার বর্ধন। বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন রক্তিম দাশ, উমেশ রায় ও অমরেশ রায়।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে মোট ১২ জনের হাতে বঙ্গ শিরোমণি সম্মান তুলে দেওয়া হয়। এরা হলেন যথাক্রমে স্বপন সমাদ্দার, সুধীর দত্ত, ডা: অরুনাভ লালা, দেবাশিস বাজ, অরুণ লোধ, চিন্ময় দাস, শর্মিষ্ঠা বসু, ডাঃ বি এন দাস, সুরেন্দ্র কুমার সিং, শ্রীলগ্না দেব, শ্রী ভৈরবানন্দ মহারাজ(আদি) ও রাহুল বোস। এছাড়াও অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, মৌসুমী বর্ধন, অমিত রায়, সন্দীপ বাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন।

Related Articles

Back to top button
Close