গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
কোভিড ও এন্ট্রান্স পরীক্ষা ঘিরে কেন্দ্র-রাজ্য চাপানউতোর তুঙ্গে

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র উত্তরবঙ্গ সফরে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে শিলিগুড়িতে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শিলিগুড়ির রাজনীতি। দুদিনের উত্তরবঙ্গ সফরে এসে হেমতাবাদ যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও কোভিড নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করে একহাত নেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তার অভিযোগ উচ্চ শিক্ষার এই পরীক্ষার জন্য যেখানে অন্যান্য রাজ্য শিক্ষার্থীদের জন্য নানান সুযোগ সুবিধা দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার লকডাউন করছে। এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ তথা রাজ্যের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য রাজ্য সরকারকে সম্পুর্ন দায়ী করেন কৈলাশ বিজয়বর্গীয়। তার অভিযোগ রাজ্যে সঠিক সময়ে সঠিকভাবে লকডাউন না করার ফলে করোনা সংক্রমণ বেড়ে চলেছে ও মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি।
এদিকে কৈলাশ বিজয়বর্গীয়র এই কথার প্রথমে কোনো উত্তর দিতে না চাইলেও পর্যটন মন্ত্রী গৌতম দেব পাল্টা অভিযোগ করেন গত ১২ দিন ধরে কেন দেশে করোনা আক্রান্ত সর্বাধিক। কেন তা আমেরিকাকেও ছাড়ালো। তিনি কেন্দ্র সরকাররের কাঁসর, ঘন্টা বাজানো ও প্রদীপ জ্বালানোর দেশবাসীর কাছে আবেদনের প্রসঙ্গ তুলে এনে কটাক্ষ করে বলেন কেন্দ্র সরকার বলেছিল কাঁসর, ঘন্টা, দীয়া ও হাততালি দিলে করোনা মুক্ত হবে। তার প্রশ্ন, তাহলে কেন সংক্রমণ বেড়ে চলেছে। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে তিনি বলেন, গোটা দেশে যেখানে একটা মহামারির পরিস্থিতি সেখানে সবচেয়ে বেশি রাজ্য সরকার সকলের নিরাপত্তা নিয়ে উদগ্রিব। এনট্রান্স পরীক্ষা নিশ্চয়ই হবে। জীবনের ঝুকি নিয়ে কেন্দ্রে না পাঠিয়ে সময় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরীক্ষা নেওয়া যাবে। তিনি জানান কয়েকটা রাজ্য মিলে সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশানের জন্য আবেদন করা হয়েছে। তার জন্য রাজ্য অপেক্ষা করছে।