fbpx
দেশহেডলাইন

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়ের স্টিল প্ল্যান্ট, জখম ৪ কর্মী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়ের রায়গড় জেলার স্টিল প্ল্যান্ট। জানা যাচ্ছে ওই এলাকার একটি তেলের ট্যাঙ্কে আগুন লাগায় এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলবাহিনী। তবে আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। আহত চার শ্রমিক যাদের মধ্য ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: বাগজান বিস্ফোরণ! ধ্বংসের মুখে বাস্তুতন্ত্র, বিলুপ্তপ্রায় বেঙ্গল ফ্লোরিক্যান, হোয়াইট বেলিড হেরন

সূত্রের খবর, গত বুধবার জিন্দেল স্টিল এণ্ড পাওয়ার লিমিটেডের একটি পুরোনো ডিজেল ট্যাঙ্কের আশেপাশে একজন সন্দেহভাজনকে ঘুরতে দেখেছিলেন কর্মীরা। পুলিশের মতে, গভীর রাতে ওই ব্যক্তি গ্যাস কাটার দিয়ে ওই ট্যাঙ্কটি ফুটো করার চেষ্টা করেছিলেন। সেই সময়ই ঘটে ওই বিপত্তি। যদিও অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির এখনও সন্ধান মেলেনি বলে জানিয়েছে কোটরা রোড থানার পুলিশ আধিকারিক।

Related Articles

Back to top button
Close