fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ভয়াবহ বিস্ফোরণ ফিলিপিন্সে, মৃতের সংখ্যা বেড়ে ১৪

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দ্বীপ রাষ্ট্র ফিলিপিন্স। পর পর দুটি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন বহু। সোমবার এই বিস্ফোরণ ঘটেছে ফিলিপাইন্সের জোলো শহরে।

জানা গিয়েছে, এক মহিলা আত্মঘাতী দুটির মধ্যে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জোলো শহরের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকা সুলুতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উল্লেখ্য, ওই সুলু এলাকাতেই সরকার সমর্থিত সিকিউরিটি বাহিনী আবু সায়াফ গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। লেফটেন্যান্ট জেনারেল কর্লেটো ভিনলুয়ান সাংবাদিকদের জানান, প্রথম বিস্ফোরণে পাঁচ সেনা ও চার নাগরিকের মৃত্যু হয়। একটি সুপারমার্কেটের বাইরে পার্কিং করা মোটরসাইকেলে বিস্ফোরক বেঁধে সেটিকে বিস্ফোরণ করা হয়। এই বিস্ফোরণে অন্য প্রায় ১৬ জন সেনা আহত হয়েছে বলে খবর। পাশপাশি আহত হয়েছেন আরও ২০ জন সাধারণ নাগরিক।

 আরও পড়ুন: মিলল গুপ্তধনের সন্ধান! ১,১০০ বছর পুরনো ঘড়াভর্তি সোনার মোহর উদ্ধার

সুলু প্রদেশের রাজধানী জোলোর জনবহুল একটি রাস্তার পাশে মুদি দোকানের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘন্টাখানেক বাদে দ্বিতীয় বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের একটি গির্জা চত্বর।  এরপরেই ওই রাস্তাতেই কিছু সময় পরে হয় আত্মঘাতী হামলা। এক মহিলা আত্মঘাতীকে পুলিশ ঘেরাও করতেই নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দেয় ওই মহিলা। এই বিস্ফরণে একজনের মৃত্যু হয় ও অন্য ছয় অফিসার আহত হন বলে জানা গিয়েছে।

ফিলিপাইনসের লেফটেনন্যান্ট জেনারেল করলেটো ভিলনুয়ান জানিয়েছেন, ‘মাউন্ট কারমেলের আওয়ার লেডি গির্জার কাছে দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। একজন মহিলা ওই আত্মঘাতী বোমা হামলা চালান। হামলায় একজন প্রাণ হারিয়েছেন।’

Related Articles

Back to top button
Close