fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

বেলেঘাটা আইডিতে ভয়াবহ আগুন… রোগীদের সরানো হচ্ছে নিরাপদ জায়গায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সপ্তমীর সন্ধ্যায় বেলেঘাটা আইডিতে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

হাসপাতালের সূত্রে খবর, “এ দিন বিকেল সাড়ে চারটের পর স্টোররুমে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন।

” হাসপাতাল সূত্রে খবর, স্টোর রুমে স্যানিটাইজার রাখা ছিল, সম্ভবত সেই কারণেই আগুন ছড়িয়েছে। ঘটনায় রোগীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুম থেকে রোগীদের থাকার জায়গা অনেক দূরে, সেই কারণেই সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের উদ্ধার করে  নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। গুদামঘরে জীবাণুনাশ, পাইপ কিট-সহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। যার জেরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ছড়িয়ে বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কোথা থেকে আগুন লাগে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

Related Articles

Back to top button
Close