
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। প্রাণ কেড়ে নিল ৬ জনের। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। সোমবার ভোর তিনটে নাগাদ গুজরাটের ভারুচে ওম অর্গানিক নামের এই ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটে। আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্প এলাকায় অবস্থিত একটি ইউনিটে আগুন লাগে।
ভারুচের পুলিশ সুপার জানিয়েছেন ওই কারখানার বয়লারে কোনভাবে বিস্ফোরণ ঘটে। তার জেরে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। খালি করা হচ্ছে গোটা এলাকা। ওই কারখানায় আটকে থাকা কোন কর্মীই বেঁচে নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।