আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
ভয়াবহ অগ্নিকাণ্ড কোভিড হাসপাতালে, দগ্ধ হয়ে মৃত ১০

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে কোভিড হাসপাতাল। রোমানিয়ার একটি হাসপাতালে দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীদের নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন জখম হয়েছে বলে খবর। আগুন লাগতেই হাসপাতালে হুড়োহুড়ি পড়ে যায়। দৌড়াদৌড়িতে জখম হয়েছেন বেশ কয়েকজন।
আরও পড়ুন: প্রয়াত মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস সরং, টুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
প্রাথমিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের একাধিক বাহিনী অতি তৎপরতার সঙ্গে এই কাজ করছেন। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।