fbpx
দেশহেডলাইন

গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৬

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। বৃহস্পতিবার গভীর রাতে গুজরাটের রাজকোট জেলার উদয় শিবানন্দ হাসপাতালে এই আগুন লাগে। প্রথমে ওই হাসপাতালে আইসিইউ বিভাগে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত হাসপাতালের অন্যত্র ছড়িয়ে পড়ে। এই হাসপাতালে ৩০ জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছিল।

ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই কাজ শুরু করে। দমকলের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আইসিইউ-তেই তিনজন রোগীর মৃত্যু হয়েছে।  হাসপাতালে ভর্তি অন্য রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে অবস্থা নিয়ন্ত্রণে। তবে বহু রোগীর শরীর আগুনে তাপে ঝলসে গেছে। তাদের অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছিল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মুম্বই হামলার বর্ষপূর্তি, ছবি-সহ পোস্ট করলেন রতন টাটা

গত আগস্ট মাসেও আহমেদাবাদের একটি হাসপাতালে আগুন লাগে। সেখানেও আট জন রোগী মৃত্যু হয়েছিল।

Related Articles

Back to top button
Close