বিষ্ণুপুরে হিমালয় মার্কেটে ভয়াবহ আগুন, ভস্মীভূত টায়ারের গোডাউন

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: বিষ্ণুপুর হিমালয় মার্কেটে ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত একাধিক দোকান। জানা গেছে, প্রথমে আগুন লাগে একটি টায়ারের গোডাউনে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এই মার্কেটে প্রায় ৫০ টি দোকান রয়েছে। আগুনে ভস্মীভূত টায়ারের গোডাউন। বিভিন্ন ধরনের গাড়ির টায়ার গোডাউন ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, সেই গোডাউনে আগুন লাগে রাত্রি ১২.১৫ মিনিট নাগাদ। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। এছাড়াও দমকল আগুনকে আয়ত্তে আনার জন্য ওখানে ফায়ারবল ব্যবহার করে। পাশাপাশি টানা পাঁচ ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।
স্থানীয় সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে, এই টায়ারের গোডাউনের মালিক শামসুদ্দিন মন্ডল। এই গোডাউনের নাম ছিল এস এস টায়ার। প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। তবে হতাহতের কোনো খবর নেই। কী কারণে এখানে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকলের তদন্তকারী অফিসারেরা ও বিষ্ণুপুর থানার পুলিশ। তবে এই টায়ারের গোডাউনে ফায়ারে ব্যবস্থা ছিল না। যেহেতু শনিবার লকডাউন ছিল সেই কারণে এই মার্কেট গুলি বন্ধ ছিল। কিভাবে এই গোডাউনে আগুন লাগল তা নিয়ে ধন্দে পড়েছে গোডাউনে মালিক।