প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন… ক্ষতির পরিমাণ লক্ষাধিক

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন।উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের তিন আমতলার ঘটনা। আজ শনিবার ভোররাতে এই কারখানায় আগুন লেগে প্রচুর কাঠের প্লাইউড আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কারখানাটা পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেই শেষরক্ষা হয়নি। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।
আরও পড়ুন: অমিত শাহের আগেই বাংলা সফরে আসছেন মোহন ভাগবত, দুপুরে পৌঁছাবেন কলকাতা
কি করে আগুন লেগেছে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী ও বাদুড়িয়া থানার পুলিশ। ওই প্লাইউড কারখানার মালিক বলেন, ‘আমি বাজার থেকে ঋণ নিয়ে ব্যবসা করি প্রচুর টাকা বাজারে ঋণ হয়ে আছি, আমি এখন কি করব ভেবে পাচ্ছি না, আমার আর কিছু নেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে । তার অনুমান ইলেকট্রিকের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে’।