fbpx
আন্তর্জাতিকবিনোদন

সন্ত্রাসের কোপে ‘কাবুল ড্রিম ফ্যাক্টরি’, গুলিবিদ্ধ আফগান চিত্র পরিচালক সাবা সাহর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শিল্পী ও সমাজকর্মীদের ওপর আক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে কাবুলে। এবার বন্দুকের নলের সামনে পড়লেন অভিনেতা, পরিচালক ও সমাজকর্মী সাবা সাহর। আফগানিস্তানের প্রথম মহিলা পরিচালকদের মধ্যে অন্যতম তিনি।

গাড়িতে সাবার সঙ্গে দু’‌জন নিরাপত্তারক্ষী, গাড়ির চালক ও একটি শিশু ছিল। বাড়ি থেকে গাড়ি করে বেরনোর পাঁচ মিনিটের মধ্যেই তাঁর স্বামী ইমাল জাকি ঘর থেকে গুলির আওয়াজ পান। তার কয়েক মুহূর্তেই সাবার ফোন পান তাঁর স্বামী। পেটে গুলি লেগেছে শুনেই তিনি ছুটে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, দু’‌জন নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে পুলিশ হাসপাতালে বদলি করা হয়। সেখানেই তাঁর অপারেশন করা হয়।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। মোট তিনজন বন্দুকবাজ ৪৪ বছরের অভিনেতা ও পরিচালককে গুলি করতে আসে। তারপর তারা পালিয়ে যায়।
এই হামলার নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে যে সম্প্রতি দেশে অভিনেতা ও সমাজকর্মীদের উপর হামলার ঘটনা বেড়ে গিয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
সাবা আফগানিস্তানের একজন নামকরা অভিনেতা, পরিচালক ও সমাজকর্মী। তিনি তাঁর ছবি এবং টিভি অনুষ্ঠানের জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছেন। যা বেশিরভাগ ক্ষেত্রে বিচারব্যবস্থা ও দুর্নীতির ঘটনাগুলিকে তুলে ধরেছে। তাঁর কয়েকটি ছবির নাম, ‘কমিশনার আমানউল্লাহ’, ‘দ্য ল’, ‘পাসিং দ্য রেইনবো’ এবং ‘কাবুল ড্রিম ফ্যাক্টরি’। এছাড়াও তিনি মহিলাদের অধিকারের জন্য এবং দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। এমনকী একজন পুলিশ অফিসার হিসাবে প্রশিক্ষণও নিয়েছেন।

Related Articles

Back to top button
Close