fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

সুইজারল্যান্ডে সন্ত্রাসবাদী হামলায় আহত ২, গ্রেফতার মহিলা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডে ছুরিকাহত হলেন ২ জন। এই হামলায় গ্রেফতার হল এক মহিলা অভিযুক্ত। সুইজারল্যান্ডের দক্ষিণদিকের লুগানো শহরে হঠাৎই ছুরি নিয়ে হামলা চালায় এক মহিলা। পরে গ্রেফতার করা হয় ওই মহিলাকে। কি কারণে ওই মহিলা হামলা চলালো, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে যে, মঙ্গলবার সুইজারল্যান্ডের লুগানো শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে আচমকাই একজনকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে ওই মহিলা হামলাকারী। বাধা দিতে এগিয়ে আসে আরও একজন। এরপর আহত হন তিনিও। যদিও ওই হামলাকারীকে পরে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত

জানা গিয়েছে যে, হামলাকারী টিকিনো এলাকার বাসিন্দা। এরআগেও ২০১৭ সালে অপর একটি হামলার সঙ্গে জড়িত ছিল সে। এই ঘটনায় ওই ডিপার্টমেন্টাল স্টোরের ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। টিকিনো সরকারের প্রধান ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমাদের সম্প্রদায়ের মধ্যে উগ্রবাদের কোনও জায়গা নেই।’ উল্লেখ্য, ফ্রান্সের বিখ্যাত ব্যঙ্গচিত্র সাময়িকী ‘শার্লি হেবদো’তে মহানবী হযরত মহম্মদকে নিয়ে কার্টুন প্রকাশের পরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটে চলেছে। এইসব হামলার সঙ্গে জড়িত থাকছে মুসলিম কট্টরবাদী সংগঠনগুলি।

 

Related Articles

Back to top button
Close