fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

আফগানিস্তানে সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ, নিহত ১৪

কাবুল: একদিকে যখন কাতারের রাজধানী দোহায় তালিবানের সঙ্গে শান্তি আলোচনার চালিয়ে যাচ্ছে আফগান সরকার, তেমন সময়ে আবারও রক্তাক্ত হয়ে উঠেছে আফগানিস্তান। বুধবার, বামিয়ানে সন্ত্রাসীদের ভয়াবহ জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন অসংখ্য। জানা যাচ্ছে, বামিয়ান হলো আফগানিস্তানের তুলনামূলকভাবে নিরাপদ এলাকাগুলির অন্যতম। যেটি  পাহাড়ে ঘেরা প্রত্যন্ত একটি এলাকা।

তবে, বুধবারের এই ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করে তালিবান বা ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গিরা। সম্প্রতি যে জঙ্গিরা কাবুলে একটি প্রসূতি হাসপাতালে আক্রমণ করে ২৪ জন সদ্য মা ও বাচ্চাকে হত্যা করেছিল। সূত্রের খবর, বিগত ছয় মাসে আফগানিস্তানের ৫৩টি আত্মঘাতী হামলা এবং ১২৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী তালিবান। নিহত হয়েছেন এক হাজার ২১০ সাধারণ নাগরিক, আহত হয়েছেন আড়াই হাজারের বেশি আফগান। তারপরও আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার লক্ষে তালিবানের সঙ্গে দোহায় আলোচনার বসেছে আফগান সরকার। কিন্তু, তাতেও কমেনি সন্ত্রাসী হামলা, ক্রমাগত তা বেড়েই চলেছে। এরই মাঝে আফগানিস্তান থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই ঘোষণার বিরোধিতা করেছেন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও ন্যাটোকে এর খেসারত দিতে হবে বলে ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: উত্তপ্ত বোলপুর… দিলীপ ঘোষের সভায় যাওয়ার সময় বিজেপি সর্মথকদের উপর হামলা, গুলিবিদ্ধ ১

এদিকে, গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনিভায় ডোনারস কনফারেন্সের পর বিভিন্ন দেশ মিলে আফগানিস্তান পুনর্গঠনের জন্য ঢালাও অর্থ সাহায্য করছে। জার্মানি ৪৩ কোটি ইউরো দেবে বলে জানিয়েছে। ব্রিটেন দেবে ১৯ কোটি ইউরো। আমেরিকা দেবে ৬০ কোটি ডলার। ৭০টা দেশ মিলে এক হাজার ২০০ কোটি ডলার দেবে বলে জানিয়েছে। তবে, এমন এক পরিস্থিতিতে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠ বামিয়ান শহরের প্রধান বাজার এলাকা।

 

Related Articles

Back to top button
Close