fbpx
অসমগুরুত্বপূর্ণদেশহেডলাইন

জঙ্গি হামলায় কাঁপল অসম, শহিদ জওয়ান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার জঙ্গি হামলায় কাঁপল অসম রাজ্য। জানা গিয়েছে, অসম রাইফেলসের পেট্রলিং টিমের ওপর হামলার জেরে এক জওয়ান শহিদ হয়েছেন। বুধবার অরুণাচল প্রদেশে এই হামলা হয়। এক জওয়ান শহিদ হওয়ার পাশাপাশি, আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। তার শরীরে বুলেট লেগেছে বলে সূত্রের খবর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের দক্ষিণে তিরাপ জেলায় এই ঘটনা ঘটেছে।

অসম রাইফেলসের কনভয় ওই জেলার খোনসা লাজু রোডের ওপর সানলিয়াম ট্রাই জংশনে টহল দিচ্ছিল। তখনই হামলা চলে। মায়ানমারের সীমান্তে এই জেলাটিতে নজরদারি চালাচ্ছিল অসম রাইফেলস বলে জানা গিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন গুলির লড়াই শুরু হওয়ার পর শহিদ হন এক জওয়ান। আহত হয়েছেন আরও একজন। এরপরেই গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে এই হামলা চালিয়েছে ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ইশাক মুইভাহ বা এনএসসিএন-আইএম।

আরও পড়ুন: আরজিকর শিশু নিখোঁজ কাণ্ডে বিশেষ তদন্তকারী দলকে দ্রুত নিরপেক্ষ রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

কয়েকদিন আগেই অসম রাইফেলসের ওপর আরেকটি হামলা চলে। অরুণাচল প্রদেশ ও মায়ানমারের সীমান্ত লাগোয়া টিরাপ, লংডিঙ্গ ও চাংলাং গ্রামগুলিতে হামলার ঘটনা বেশি ঘটে বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button
Close