
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে রাজ্য-রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। আর মুখ্যমন্ত্রীর পদে বসেছেন উদ্ধব ঠাকরে। আর উপ মুখ্যমন্ত্রী পদে বসেছেন দেবেন্দ্র ফড়নবীশ। এবার দল বিরোধী কাজের জন্য শিন্ডেকে বহিষ্কার করল উদ্ধব ঠাকরের দল। তার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরে যে চিঠি দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন, শিবসেনা পক্ষ প্রমুখ হিসাবে, শিবসেনা দল থেকে বহিষ্কার করা হল শিন্ডেকে। অন্যদিকে একনাথ শিন্ডে ক্যাম্পের দাবি, উদ্ধব ঠাকরে সংখ্যালঘু। সে নিজেকে দলের প্রধান দাবি করতে পারে না।
শুক্রবার দীর্ঘ টালবাহানার পর, প্রথম দেবেন্দ্র ফড়ণবীশ নাম আসে মুখ্যমন্ত্রী পদে। আর একনাথ শিন্ডে উপ মুখ্যমন্ত্রী হবে বলে জানা যায়। তার কিছুক্ষণ পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। মুখ্যমন্ত্রীর পদে বসেন একনাথ শিন্ডে আর উপ মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়ণবীশ। অন্যদিকে একনাথ শিন্ডে শিবির সুপ্রিম কোর্টে আগেই জানিয়েছে, তারাই আসল শিবসেনা।