fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

থ্যালাসেমিয়া দিবসে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত দিলেন ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: শুক্রবার থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আসানসোল মহকুমার চিত্তরঞ্জন সার্কেলের তৃণমূল কংগ্রেস অনুমোদিত প্রাথমিক শিক্ষক সংগঠনের ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র , পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, শিক্ষক নেতা অনুপ ঘোষাল ও বিপ্লব মন্ডল।

এদিন অশোক রুদ্র বলেন, রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা করোনা ভাইরাসের মোকাবিলায় তৈরী হওয়া রাজ্য রিলিফ ফান্ডে প্রায় তিন কোটি টাকা দিয়েছেন। তেমনই প্রায় আট হাজার শিক্ষক শিক্ষিকা সারা রাজ্য জুড়ে মানুষকে করোনা নিয়ে সচেতনতার কাজ করে চলেছেন।
এছাড়াও বিভিন্ন জায়গায় প্রায় দু’লক্ষ দুঃস্থ গরিব মানুষকে এই শিক্ষক-শিক্ষিকারাই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন বলে তিনি জানান।

Related Articles

Back to top button
Close