fbpx
দেশবিনোদনহেডলাইন

রিয়ার ভাই সৌভিকের গ্রেফতারিতে ‘ভগবানকে ধন্যবাদ’: সুশান্তের দিদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুক্রবার মাদককাণ্ডে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে। এর পাশাপাশি গ্রেফতার করা হয় স্যমুয়েল মিরাণ্ডাকেও। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং।

শ্বেতা টুইটারে লিখেছেন, ”প্রার্থনার শক্তি নিয়ে কখনও সন্দেহ প্রকাশ করবেন না”। ক্যাপশানে লিখেছেন, ”প্রার্থনা চালিয়ে যান… এটা কাজ করে।” পাশাপাশি পাটনার রাস্তায় সুশান্তের জন্য বিচার চেয়ে লাগানো বিলবোর্ডের ছবি পোস্ট করে ধন্যবাদও জানিয়েছেন শ্বেতা। এদিন দিদি শ্বেতার পাশাপাশি সুশান্ত সিং-এর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডেও এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে পোস্টে লিখেছেন, ”হর হর মহাদেব”।

উল্লেখ্য, মাদককাণ্ডে শুক্রবার জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে। NCB সূত্রে শুক্রবারই খবর মেলে, দিদি রিয়া চক্রবর্তীই তাঁকে সুশান্তের জন্য মাদক আনতে বলতেন বলে জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন সৌভিক।

Related Articles

Back to top button
Close