fbpx
অসমহেডলাইন

১৪ তম গণ্ডারশুমারি শুরু হল অসমে

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভে একশৃঙ্গ গণ্ডারের আদমশুমারি শুরু হল। শনিবার এই আদমশুমারি শুরু হয়। এটি হল ১৪ তম আদমশুমারি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। এখানেই বিশ্বের সবচেয়ে বেশি ভারতীয় একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়।  ২০১৮ সালে শেষ গণ্ডারশুমারি  হয়েছিল। এর পর প্রায় ৪০০টির মতো গণ্ডারের মৃত্যু হয় অসমের বন্যায়। বন আধিকারিকরা ৭৬ টি ব্লক চিহ্নিত করেছেন এবং ৬০ জন গণনাকারী ও পর্যবেক্ষককে এই শুমারির জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকারী এবং পর্যবেক্ষকরা ইতিমধ্যেই নিজ নিজ ব্লকে চলে গিয়েছেন। গণ্ডারশুমারির জন্য, ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যটকদের জন্য বন্ধ থাকবে এই জাতীয় উদ্যানটি।

২০১৮ সালের গণ্ডারশুমারির  সময় মোট ১০২ টি গণ্ডারের সন্ধান মেলে। ২০১৪ সাল থেকে বন্যপ্রাণী অভয়ারণ্যে শিকারের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ওরাং ন্যাশনাল পার্কেও গণ্ডারের সংখ্যা ২৪ থেকে বেড়ে ১২৫ হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ২৬ মার্চ থেকে শুরু হয়েছে তিন দিনের গণ্ডার শুমারি।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য চোরাশিকারিদের দৌরাত্ম্য আগের তুলনায় হ্রাস পেয়েছে।

 

Related Articles

Back to top button
Close