করোনা আতঙ্কে বন্ধ ৪০০ বছরের প্রাচীন রথযাত্রা, আনন্দ থেকে বঞ্চিত চন্দ্রকোনাবাসী

অসীম বেরা, চন্দ্রকোনা: করোনা আতঙ্কের জেরে বন্ধ ৪০০ বছরের প্রাচীন রথযাত্রা। গড়াবেনা রথের চাকা রাধাকৃষ্ণ যাবে না মাসির বাড়ি, তাই ঐতিহ্যবাহী রথের আনন্দ থেকে বিরত থাকবে চন্দ্রকোনাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের নয়াগঞ্জ এলাকায় রয়েছে বহু প্রাচীন এই মন্দির।
আরও পড়ুন:তৃণমূল ও বিজেপির সংঘর্ষ ঘিরে এখনও উত্তপ্ত বর্ধমানের গলসি, জখম ১০
কথিত আছে তৎকালীন বর্ধমান রাজার আমলে এলাকায় বহু মন্দির স্থাপিত হয়, তার মধ্যে অন্যতম এই অস্তলে রামানুজ সম্প্রদায়ের মন্দিরটি ১৪৪০ খ্রিষ্টাব্দের আগে থেকেই রামানুজ সম্প্রদায়ের প্রথম মহারাজ স্বরূপ রামানুজ দাস আচারি বড় অস্তল স্থাপন করেন। বড় অস্তলের এই ঝুলন ও রথ চন্দ্রকোনার ঐতিহ্যের বড় উৎসব হিসেবে পরিচিত, এই অস্তলে রয়েছে বহু দেবদেবীর অষ্টধাতুর মূর্তি। রথ আর ঠাকুরকে দেখতে আসে বহু দূর-দূরান্ত থেকে মানুষজন তাই বহু মানুষের সমাগম হয় এখানে। কিন্তু মঙ্গলবার রথযাত্রা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে এবছর তা বন্ধ। মেলেনি প্রশাসনের অনুমতি তাই মন্দিরের সমস্ত নিয়মনীতি মেনে হবে পুজো এমনি জানালেন বর্তমানে বড় অস্তলের মহারাজ সৌমেন রামানুজ দাস আচারী। এদিকে রথ বন্ধ হয়ে যাওয়ায় বিষাদের সুর চন্দ্রকোনা বাসিন্দাদের মধ্যে।