ডক্টরস ডে তে করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ৯৫ বছরের বৃদ্ধ

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: ডক্টরস ডে তে করোনা কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হাওড়ার সালকিয়ার রসিক কৃষ্ণ ব্যানার্জী লেনের বাসিন্দা ৯৫ বছরের বৃদ্ধ গোবিন্দ হালদার। এদিন হাওড়ার অন্যতম কোভিড হাসপাতাল সঞ্জীবন থেকে বৃদ্ধকে বাড়ি ফেরৎ পাঠানোর সময় হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী গান গেয়ে বৃদ্ধর হাতে পুস্প স্তবক দিয়ে বৃদ্ধকে স্বাগত জানান।
এদিন হাসপাতাল থেকে গোবিন্দ বাবু ছাড়াও করোনা জয়ী ১১ জন পুলিশ কর্মীকে বাড়ি পাঠানো হল। এদিনের বৃদ্ধকে হাসপাতাল থেকে বাড়ি ফেরৎ পাঠানোর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ নির্মল মাজি, হাসপাতালের কর্নধার ডাঃ শুভাশিষ মিত্র, ডাঃ ডালিয়া মিত্র সহ অন্যান্যরা। হাসপাতাল সূত্রে খবর, গত ২১শে জুন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন হাওড়ার ওই বৃদ্ধ। পরে হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় বৃদ্ধ সুস্থ হয়ে ওঠেন।
এদিন হাসপাতালের কর্নধার ডাঃ শুভাশিষ মিত্র জানান, ওই বৃদ্ধ হাসপাতালের ৫০০তম করোনা জয়ী হিসাবে সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশী আমরা সকলে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে প্রথম দিন থেকেই হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্য কর্মী সহ ৩০০ জন হাসপাতালে থেকেই রুগীদের চিকিৎসা করে তাদের সুস্থ করে তুলেছে। আগামীদিনেও সঞ্জীবন হাসপাতালের সকলে এইভাবে করোনা যুদ্ধে সামিল হবে বলে জানান ডাঃ শুভাশিষ মিত্র।