fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

হাথরস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়… নির্যাতিতার পরিবারের সঙ্গে অভিযুক্তের ফোনে কথা হয়েছিল ১০৪ বার!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হাথরস কাণ্ড। যতই দিন এগোচ্ছে এই কাণ্ড নিয়ে চাপান-উতোর বাড়ছে। আগেই সামনে এসেছিল যে নির্যাতিতার পরিবারের সঙ্গে অভিযুক্তের পরিবারের যোগাযোগ ছিল। এবার ফের সামনে এল আরও এক মারাত্মক তথ্য। নির্যাতিতার পরিবার এবং মূল অভিযুক্ত সন্দীপের ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল। গত বছরের অক্টোবর থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে সন্দীপের ফোনে এই কথা শুরু হয়। মোট ১০৪ বার ফোনে কথা  হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ইতিমধ্যেই ফোনের কল রেকর্ড সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশের কাছে তথ্য এসেছে ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে এই কথাবার্তা শুরু হয়। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে ৬২টি বার কল করা হয়েছিল ও অভিযুক্ত সনীপ ফোন করেছিল ৪২বার। পুলিশের দাবি, নির্যাতিতার পরিবার ও অভিযুক্তের মধ্যে নিয়মিত কথা হত। অভিযুক্ত সন্দীপের কাছে ফোন করা হত নির্যাতিতার ভাইয়ের মোবাইল থেকে। এই সমস্ত কল চাঁদপা এলাকা থেকেই করা হয়েছিল। ঘটনাস্থলের এই স্থানটি ২ কিমি দূরে।

আরও পড়ুন:ধর্ষণের বিরুদ্ধে ও যোগীর পদত্যাগ চেয়ে আন্দোলনে সংখ্যালঘু যুব ফেডারেশন

এদিকে এই ঘটনা নিয়ে বিশেষ তদন্তকারী দল(এসআইটি) তদন্ত করছে। বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই জমা দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ঘাস কাটছিলেন নির্যাতিতা। এর পর হাতে ঘাসের বান্ডিল নিয়ে ভাই বাড়ি ফিরে এলেও তখনও মাঠে কাজ করছিলেন মা-মেয়ে। ঘাস কাটতে কাটতে মায়ের থেকে কিছুটা দূরে চলে যায় ওই তরুণী।

কিছু সময় পর মাঠে মেয়েকে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করেন নির্যাতিতার মা। এই ঘটনার কিছুক্ষণ পরেই গলায় ওড়না জড়ানো অবস্থায় বাজরা খেতের মধ্যে থেকে নির্যাতিতার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়।

Related Articles

Back to top button
Close