দিনহাটায় বিকাল ৫ টার পরিবর্তে রাত ৮ টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিল প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: করোনা আবহের মধ্যেও রাজ্যের অন্যান্য স্থানের সাথে দিনহাটাতে ব্যবসায়ীদের বিকাল ৫ টার পরিবর্তে রাত ৮ টা পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিল মহকুমা প্রশাসন। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। উল্লেখ্য, ইতিপূর্বেও ব্যবসায়ীরা দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর সাথে আলোচনা করে তাদের দোকানপাট খোলা ও ভিড় রোধে বিভিন্নভাবে সিদ্ধান্ত নেন।
লকডাউনের পাশাপাশি দোকানপাট সহ বিভিন্ন বাজার খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়। সেই অনুযায়ী দিনহাটা তে সকাল আটটা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন দোকানপাট খোলা থাকে। বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে ব্যবসায়ীরাও দোকান খোলা ও বন্ধের সময়সীমা বাড়ানোর জন্য ব্যবসায়ী সংগঠনগুলির নেতৃত্বদের কাছে আবেদন জানান। দিনহাটা মহকুমার দুইটি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বরা আলোচনার মধ্য দিয়ে মহকুমা শাসক শেখ আনসার আহমেদের কাছে দোকানপাট ৫ টার পরিবর্তে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানান। সেই মত এদিন থেকেই দিনহাটা শহরের বিভিন্ন এলাকার দোকানপাট ৮ টা পর্যন্ত খোলা রাখা হয়।
দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, ৫ মাসেরও বেশি সময় ধরে লকডাউনের ফলে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এমত অবস্থায় রাজ্যের অন্যান্য স্থানের দোকানপাট সকাল থেকে রাত পর্যন্ত খোলা রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করায় দিনহাটায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু ব্যবসায়ীদের আর্থিক অবস্থা কঠিন হয়ে পড়ায় তারা সকল ব্যবসায়ী সংগঠন আলোচনার মধ্য দিয়ে প্রশাসনের কাছে দাবি জানান।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা যখন দিনহাটার মতো প্রত্যন্ত মহকুমায় বেড়ে চলছে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়ে পড়লেও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে প্রশাসনের কাছে আবেদনের ভিত্তিতে মহকুমা শাসকের নির্দেশ অনুয়ায়ী এদিন থেকে দোকানপাট রাত ৮ টা খোলা রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে জিনিসপত্রে আদান প্রদান করেন তার জন্য সকলকে সচেতন করে দেওয়া হয়। মহকুমা শাসক শেখ আনসার আহমেদ জানান ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে দোকান বাজার বিকাল রাত আটটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।