fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোলাঘাটের প্রশাসনিক প্রধান করোনামুক্ত, খুশি সহকর্মীরা 

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের প্রশাসনিক প্রধান মদন মোহন মন্ডল করোনামুক্ত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। সেই সঙ্গে তিনি জানান, এখন করোনা নামক ভাইরাসকে ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজেকে সম্পূর্ণ নিয়মাবলীর মধ্যে বাড়িতে থাকলে তা সুস্থ হয়ে যাওয়া যায়।

উল্লেখ করা যায় থেকে দশ বারো দিন আগে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তিনি নিজেই করোনা পরীক্ষা করতে যান। সেই সময়ে রিপোর্টে আছে পজেটিভ। তারপর সিদ্ধান্ত নেন বাড়িতেই তিনি চিকিৎসা করাবেন। তবে সবকিছুই চিকিৎসকদের পরামর্শ অনুসারে, শুক্রবার তিনি পুনরায় করোনার রিপোর্ট করান, রিপোর্টে আসে নেগেটিভ। এই খবর যখন কোলাঘাট প্রশাসনিক দপ্তরে আসে সহকর্মীদের মধ্যে খুশির হাওয়া বইতে থাকে। প্রশাসনিক প্রধান এর রিপোর্ট পজিটিভ এলেও অন্যান্য সহকর্মীদের পজিটিভ এর খবর এখনো পর্যন্ত নেই। মদন মোহন মন্ডল এক সাক্ষাৎকারে বলেন তিনি শীঘ্রই কাজে যোগ দেবেন পুনরায় তিনি আগের মতোই কোলাঘাট পঞ্চায়েত সমিতি তেরোটি অঞ্চলে করোনা সচেতনতা নিয়ে সাধারণ মানুষের স্বার্থে পথে থাকবেন।

Related Articles

Back to top button
Close