লালকেল্লার সামনে নেতাজির মূর্তির দাবি এআইএলএএফ-র

অভিষেক গঙ্গোপাধ্যায়: দিল্লিতে দেশের অন্যতম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর দাবি জানাল অল ইন্ডিয়া লিগাল অ্যান্ড ফোরাম। রবিবার এক সাক্ষাৎকারে এআইএলএএফ-র সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় এ কথা জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি গুজরাতের সর্দার বল্লভভাই প্যাটেলের মত দিল্লিতে লালকেল্লার সামনে নেতাজির দীর্ঘ মূর্তি বসানো হোক। নেতাজির মতো একজন রাষ্ট্র নায়কের প্রতি এটা যোগ্য সম্মান জানান হবে। আর লালকেল্লাই উপযুক্ত স্থান।’
জয়দীপের কথায়, কংগ্রেস ও প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর দৌলতে স্বাধীন ভারতে নেতাজি বরাবর উপেক্ষিত থেকেছেন। ভরত সরকারের কাছে তথ্য থাকা নেতাজিকে সোভিয়েত রাশিয়ার সাইবেরিয়া জেল থেকে মুক্ত করা হয়নি। আর সে সময়ে যে বা যারা নেতাজি সংক্রান্ত তথ্য উদঘাটন করার চেষ্টা করেছেন তাদের সকলকেই চক্রান্ত করে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ ভারতের স্বাধীনতা যুদ্ধে নেতাজির অবদান অনস্বীকার্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার এই ধরণের মানুষদের খুঁজে বের করে সম্মান জানাচ্ছে। তাই আমার আশা কেন্দ্রের বিজেপি সরকার নেতাজির প্রতি যোগ্য সম্মান জানবেন।’
আরও পড়ুন:রাজ্যসভায় পাস হয়ে গেল কৃষি বিল… ‘কৃষক সমাজের কাছে এটি একটি ঐতিহাসিক দিন’: মোদি
অন্যদিকে আগামী বছরই নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী। সেই উপলক্ষ্যে কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছে জয়দীপবাবু নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ করার আর্জি জানান। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দেশনায়কের জন্মের ১২৫ বছরে তাঁকে বিশেষ সম্মান জানানো হবে। দিনটিকে দেশের সর্বত্র পালনের আহ্বান জানাই। স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত দেশনায়ক নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীর সূচনা হচ্ছে সামনের বছর থেকে। আমি কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন রাখছি যে একটি কমিটি গঠন করে সারা দেশের সঙ্গে ব্লক স্তরেও যেন নেতাজির জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারে কাছে আবেদন রেখেছি নেতাজি অন্তিম ফাইল প্রকাশ করা হোক। কিছু ফাইল প্রকাশ হলেও বহু ফাইল অপ্রকাশিত রয়েছে। আন্তর্জাতিক স্তরে ফ্রান্স, রাশিয়া ও জাপান সরকারে কাছে থাকা ফাইল প্রকাশের জন্যে আবেদন জানিয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের সংগঠনের চাপে পড়ে সরকার রাশিয়া সরকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছে নেতাজি অন্তিম ফাইলে কি রয়েছে।এটা আমাদের নৈতিক জয়।আমি বই প্রকাশের মাধ্যমেও বলেছি নেতাজির অন্তিম তথ্য দিতে পারবেন শুধু রাশিয়া সরকার। তাই এখন দেশের কোটি কোটি মানুষের দেশনায়কের অন্তিম পরিণতি জানার জন্যে অপেক্ষায় আছি।’