fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

অ্যাম্বুলেন্স আসতে দেরি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন কোভিড রোগী, তদন্তে স্বাস্থ্য দফতর

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: অ্যাম্বুলেন্স সময়মতো না আসায় মৃত্যু হল এক করোনা রোগীর। মৃতের নাম তুলসী মন্ডল(৫৩)। বাড়ি গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষ্মীপুলের বরিশাল পাড়ায়।

আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ কোটি

স্বামী রাধাপদ মন্ডল জানিয়েছেন, গতকাল দুপুর বারোটার সময় শ্বাসকষ্ট নিয়ে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তুলসীকে। তড়িঘড়ি বারাসত কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসকেরা। এদিকে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হলেও তার কোনও দেখা মেলে না। তিন চার ঘন্টা সময় পেরিয়ে যায়। এদিকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তুলসীদেবীর। শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। সন্ধ্যার দিকে মৃত্যু কোলে ঢলে পড়েন তুলসীদেবী।

এদিকে হাবড়া হাসপাতালে অ্যাম্বুলেন্সে দেরি হওয়ায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে নামল স্বাস্থ্য দফতর। এদিন ডেপুটি সিএমওএইচ  নিরঞ্জন গঙ্গোপাধ্যায় হাসপাতালে আসেন। হাবড়া সুপার ডা. বিবেকানন্দ বিশ্বাস সহ সকল কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান এখন তদন্ত চলছে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার চেষ্টা করবেন।

Related Articles

Back to top button
Close